আল-কুরআন নিছক কোন মতবাদ ও চিন্তাধারার বই নয়

"আল-কুরআন নিছক কোন মতবাদ ও চিন্তাধারার বই নয়, তাই আরাম কেদারায় বসে বসে পড়েই এর সব কথা কারো পক্ষে বুঝতে পারা সম্ভব নয়। দুনিয়ার প্রচলিত ধর্মগ্রন্থগুলোর মতন এটা নিছক একটি ধর্মগ্রন্থ নয় যার সমস্ত রহস্য ও গভীর তত্ত্ব শিক্ষাঙ্গনে ও উপাসনালয়ে বসে বসে উদ্ধার করা সম্ভব।

পক্ষান্তরে, কুরআন এমনই একটি গ্রন্থ যাতে রয়েছে একটি বাণী, একটি দাওয়াত, যা আন্দোলনের সৃষ্টি করে। কুরআন পৃথিবীর বুকে নাযিল হয়েই এক নীরব প্রকৃতির সৎ ও সত্যনিষ্ঠ ব্যক্তিকে তার নির্জন ও নিসর্গ জীবনক্ষেত্র থেকে বের করে এনে আল্লাহবিরোধী দুনিয়ার মোকাবিলায় দাঁড় করিয়ে দিয়েছে। এই কুরআন তার কন্ঠে যুগিয়েছে বাতিলের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের ধ্বনি। এটি যুগের কুফুরি, ফাসিকী ও ভ্রষ্টতার পতাকাবাহীদের বিরুদ্ধে তাকে প্রচণ্ড সংঘাতে লিপ্ত করেছে।

উন্নত এবং সৎ চরিত্রের লোকদেরকে একজন একজন করে প্রতিটি গৃহাভ্যন্তর থেকে খুঁজে বের করে এনে সত্যের আহবায়কের পতাকাতলে সমবেত করেছে আল-কুরআন। দেশের প্রতিটি এলাকার ফিতনাবাজ ও বিপর্যয় সৃষ্টিকারীদেরকে এই কুরআন বিক্ষুব্ধ ও উত্তেজিত করে সত্যানুসারীদের সাথে তাদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে।"

-- সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (রাহিমাহুল্লাহ)

সূত্র : কুরআন অধ্যয়ন সহায়িকা, খুররম মুরাদ, পৃষ্ঠা ১৩৩