"আল-কুরআন
নিছক কোন মতবাদ ও চিন্তাধারার বই নয়, তাই আরাম কেদারায় বসে বসে পড়েই এর সব
কথা কারো পক্ষে বুঝতে পারা সম্ভব নয়। দুনিয়ার প্রচলিত ধর্মগ্রন্থগুলোর মতন
এটা নিছক একটি ধর্মগ্রন্থ নয় যার সমস্ত রহস্য ও গভীর তত্ত্ব শিক্ষাঙ্গনে ও
উপাসনালয়ে বসে বসে উদ্ধার করা সম্ভব।
পক্ষান্তরে, কুরআন এমনই একটি গ্রন্থ যাতে রয়েছে একটি বাণী, একটি দাওয়াত, যা আন্দোলনের সৃষ্টি করে। কুরআন পৃথিবীর বুকে নাযিল হয়েই এক নীরব প্রকৃতির সৎ ও সত্যনিষ্ঠ ব্যক্তিকে তার নির্জন ও নিসর্গ জীবনক্ষেত্র থেকে বের করে এনে আল্লাহবিরোধী দুনিয়ার মোকাবিলায় দাঁড় করিয়ে দিয়েছে। এই কুরআন তার কন্ঠে যুগিয়েছে বাতিলের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের ধ্বনি। এটি যুগের কুফুরি, ফাসিকী ও ভ্রষ্টতার পতাকাবাহীদের বিরুদ্ধে তাকে প্রচণ্ড সংঘাতে লিপ্ত করেছে।
উন্নত এবং সৎ চরিত্রের লোকদেরকে একজন একজন করে প্রতিটি গৃহাভ্যন্তর থেকে খুঁজে বের করে এনে সত্যের আহবায়কের পতাকাতলে সমবেত করেছে আল-কুরআন। দেশের প্রতিটি এলাকার ফিতনাবাজ ও বিপর্যয় সৃষ্টিকারীদেরকে এই কুরআন বিক্ষুব্ধ ও উত্তেজিত করে সত্যানুসারীদের সাথে তাদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে।"
-- সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (রাহিমাহুল্লাহ)
সূত্র : কুরআন অধ্যয়ন সহায়িকা, খুররম মুরাদ, পৃষ্ঠা ১৩৩
পক্ষান্তরে, কুরআন এমনই একটি গ্রন্থ যাতে রয়েছে একটি বাণী, একটি দাওয়াত, যা আন্দোলনের সৃষ্টি করে। কুরআন পৃথিবীর বুকে নাযিল হয়েই এক নীরব প্রকৃতির সৎ ও সত্যনিষ্ঠ ব্যক্তিকে তার নির্জন ও নিসর্গ জীবনক্ষেত্র থেকে বের করে এনে আল্লাহবিরোধী দুনিয়ার মোকাবিলায় দাঁড় করিয়ে দিয়েছে। এই কুরআন তার কন্ঠে যুগিয়েছে বাতিলের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের ধ্বনি। এটি যুগের কুফুরি, ফাসিকী ও ভ্রষ্টতার পতাকাবাহীদের বিরুদ্ধে তাকে প্রচণ্ড সংঘাতে লিপ্ত করেছে।
উন্নত এবং সৎ চরিত্রের লোকদেরকে একজন একজন করে প্রতিটি গৃহাভ্যন্তর থেকে খুঁজে বের করে এনে সত্যের আহবায়কের পতাকাতলে সমবেত করেছে আল-কুরআন। দেশের প্রতিটি এলাকার ফিতনাবাজ ও বিপর্যয় সৃষ্টিকারীদেরকে এই কুরআন বিক্ষুব্ধ ও উত্তেজিত করে সত্যানুসারীদের সাথে তাদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে।"
-- সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (রাহিমাহুল্লাহ)
সূত্র : কুরআন অধ্যয়ন সহায়িকা, খুররম মুরাদ, পৃষ্ঠা ১৩৩