ইসলামি চিন্তাবিদদের সাহিত্যপাঠ

সাইয়েদ আবুল আ'লা মওদুদী, সাইয়েদ কুতুব শহীদ এবং বিংশ শতাব্দীর অন্যান্য ইসলামি চিন্তাবিদদের সাহিত্যপাঠ

ইসলামী আন্দোলন - সাফল্যের শর্তাবলী :: সাইয়েদ আবুল আলা মওদূদী


                  •  ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী [১ম পর্ব]
                  • ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী [২য় পর্ব]
                  • ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী [৩য় পর্ব]
                  Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
                  Labels: ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনে সাফল্যের শর্তাবলী, বাংলাদেশে ইসলাম
                  Newer Post Older Post Home

                  সাইয়েদ আবুল আ'লা মওদুদী (২৫শে সেপ্টেম্বর, ১৯০৩ -- ২২শে সেপ্টেম্বের, ১৯৭৯), মাওলানা মওদুদী বা শাইখ সাইয়েদ আবুল আ'লা মওদুদী নামেও পরিচিত। তিনি ছিলেন একজন মুসলিম গবেষক, সাংবাদিক, মুসলিম রাজনৈতিক নেতা ও বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক। তিনি পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। তিনি জামায়াতে ইসলামী নামক একটি ইসলামী রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠাতা।


                  মাওলানা মওদুদীর প্রভাব ছিল ব্যাপক। ইতিহাসবেত্তা ফিলিপ জেনকিন্সের মতে, মিসরের হাসান আল বান্না, সাইয়্যিদ কুতুব তার বই পড়ে অনুপ্রাণিত হন। সাইয়্যিদ কুতুব তার কাছ থেকে আদর্শ গ্রহণ করেন এবং এটি আরো সম্প্রসারিত করেন। তিনি একটি অগ্রগামী ইসলামী বিপ্লবী দল গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন। ফিলিস্তিনি ইসলামপন্থী জুরিস্ট আবদুল্লাহ আযযামও তার আদর্শে অনুপ্রাণিত হন। দক্ষিণ এশীয় জনগন (বিরাট সংখ্যক ব্রিটেন প্রবাসী সহ) মাওলানা মওদুদীর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন।


                  এমনকি শিয়া অধ্যুষিত ইরানেও ইমাম মওদুদীর বড় ধরণের প্রভাব আছে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী ১৯৬৩ সালে মাওলানা মওদুদীর সাথে সাক্ষাত করেন, পরবর্তীতে ইমাম খোমেনী মওদুদীর বইগুলো ফার্সি ভাষায় অনুবাদ করেন। এখনো পর্যন্ত প্রায়শঃই ইরানের ইসলামী সরকার মাওলানা মওদুদীর কর্মপন্থা অনুসরন করে থাকে।



                  শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যার পর ইমাম আবুল আ'লা মওদূদী দ্বিতীয় চিন্তাবিদ যিনি আধুনিক বিশ্বে ইসলামী রাজনৈতিক চিন্তাধারা-কে প্রভাবিত করেছেন।

                  এক অসামান্য তাফসীর গ্রন্থ

                  এক অসামান্য তাফসীর গ্রন্থ
                  তাফহীমুল কুরআন পড়তে ক্লিক করুন

                  Blog Archive

                  • ►  2014 (1)
                    • ►  January (1)
                  • ▼  2013 (1)
                    • ▼  May (1)
                      • ইসলামী আন্দোলন - সাফল্যের শর্তাবলী :: সাইয়েদ আবুল ...
                  • ►  2012 (9)
                    • ►  September (2)
                    • ►  May (3)
                    • ►  April (4)
                  Awesome Inc. theme. Powered by Blogger.